চাঁদপুরের শাহরাস্তি উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের দারুণকরা গ্রামে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তি ইন্তেকাল করেছেন( ইন্না… রাজিউন)।
১৪ জুলাই বুধবার বিকেলে নিজ বাড়িতে আইসোলেশনে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা যায়, ওই গ্রামের মৃতঃ আলী হোসেনের পুত্র মোঃ রফিকুল ইসলাম গত কয়েকদিন ধরে করোনা আক্রান্ত হয়ে শ্বাসকষ্টে ভুগছিলেন। এছাড়া তিনি ডায়াবেটিসসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ১ মেয়ে, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান।
রাত ৯টার দিকে মরহুমের নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ নাসির উদ্দীন জানান, মৃত মোঃ রফিকুল ইসলামের র্যাপিড এন্টিজেন টেস্টে করোনা পজেটিভ ছিল।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ১৪ জুলাই ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur