চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে আরও ১জনের মৃত্যু হয়েছে। তার নাম দুলাল (৪০)। তিনি চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা সংলগ্ন হরিপুর এলাকার মদনা গ্রামের বাসিন্দা।
সোমবার রাত ১১টার দিকে তিনি চাঁদপুর সদর হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। মঙ্গলবার বেলা ৩টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল।
এদিকে চাঁদপুরে আরও ৩জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ২জন ও হাজীগঞ্জের ১জন রয়েছেন। একই দিনে ৭জনকে করোনামুক্ত ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৫জন ও মতলব দক্ষিণের ২জন।
এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭৫৫জন। মৃতের সংখ্যা বেড়ে হলো ৮৮জন। সুস্থ হয়েছেন ২৬১৩জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৪জন।
২৬ জানুয়ারি মঙ্গলবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।
চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৭৫৫ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১৯৭জন, ফরিদগঞ্জে ৩০৪জন, মতলব দক্ষিণে ২৯৭জন, শাহরাস্তিতে ২৫২জন, হাজীগঞ্জে ২৩২জন, মতলব উত্তরে ২০৬জন, হাইমচরে ১৭২জন ও কচুয়ায় ৯৫জন।
করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।
করেসপন্ডেট,২৮ জানুয়ারি ২০২১