মহামারি করোনায় মালদ্বীপের পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। ফলে দেশটির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষায় মালদ্বীপের রাজধানীতে কারফিউ জারি করা হয়েছে।
৬ মে বৃহস্পতিবার ভোরের দিকে স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ) কারফিউ জারির কথা জানায়।
রাজধানীর বৃহত্তর অঞ্চলে রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ ঘোষণা করেছে দেশটির স্বাস্থ্য সুরক্ষা সংস্থা (এইচপিএ)। পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে জানা গেছে।
মহামারি করোনার প্রাদুর্ভাবের কারণে রাজধানী মালেতে এর আগে ২৭ জানুয়ারি কারফিউ ঘোষণা করেছিল। যা এপ্রিল মাসে তুলে নেয়া হয়।
মালদ্বীপে সম্প্রতি রাজধানী ও রাজধানীর বাইরের দ্বীপগুলোতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। মালদ্বীপে ৫ মে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন। তাদের মধ্যে রাজধানীর মালেতে আক্রান্ত হয়েছেন ৫৪০ জন। যা একদিনের সবচেয়ে বেশি সংখ্যক আক্রান্ত।
মালদ্বীপে এখন করোনায় আক্রান্ত রোগী আছেন ৭১০৯ জন। তাদের মধ্যে ১৯৮ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
আন্তর্জাতিক ডেস্ক
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur