চাঁদপুরে করোনায় একজনের মৃত্যু:মোট শনাক্ত ১৫ হাজার

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় খাদিজা বেগম (৮০) নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। তার বাড়ি মতলব দক্ষিণ উপজেলার মধ্য নওগাঁ এলাকায়।

করোনা বিষয়ক ফোকালপার্সন ডা. সুজাউদ্দৌলা রুবেল জানান, খাদিজা বেগম মঙ্গলবার দুপুর ১২টা ৫১ মিনিটে সদর হাসপাতালে ভর্তি হন। রাত সোয়া ৮টার দিকে তিনি মারা যান। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে হলো ২৩৯জন।

অপরদিকে নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৫০০০জন।

চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে। সূত্র জানায়, বুধবার ২জনের করোনা শনাক্ত হয়েছে। নমুনা অনুপাতে আক্রান্ত শনাক্তের হার ১.৭০%।

নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন ও ফরিদগঞ্জের ১জন রয়েছেন। একই দিন ১০জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৪জন, ফরিদগঞ্জের ৩জন, হাজীগঞ্জের ২জন ও শাহরাস্তির ১জন রয়েছেন।

চাঁদপুর করেসপন্ডেট

Share