করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সৌদি আরবে মো. সাহাব উদ্দীন (৪০) নামের এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
জানা যায়, সৌদি আরবের জেদ্দা শহরের ব্যবসা করতেন তিনি। বেশ কিছুদিন ধরে করোনার উপসর্গে ভুগছিলেন। তারপর নমুনা পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। ১৪ আগস্ট তাকে জেদ্দার সুলেমানিয়া হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ দিন তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
২৮ আগস্ট শুক্রবার রাত ৮টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেন জেদ্দায় বসবাসরত বাঙালি কমিউনিটির নেতা মো. আব্দুল ওয়াদুদ।
নিহত ব্যবসায়ী সাহাব উদ্দিন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার নুর মোহাম্মদপুর গ্রামের আবু সাঈদ মিয়ার ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ২০ বছর পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান সাহাব উদ্দিন। জেদ্দা শহরে নিজে ব্যবসা শুরু করেন। হয়ে ওঠেন স্বাবলম্বীও। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
তার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বার্তা কক্ষ,২৯ আগস্ট ২০২০