বিশ্বে করোনায় এক দিনে শনাক্ত ৩৩ লাখ, মৃত্যু ৮৩৯০

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮ হাজার ৩৯০ জনের, যা আগের দিনের তুলনায় সাড়ে তিনশোর বেশি। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৩৩ লাখ ২৪ হাজার ২৩৭ জনের, যা আগের দিনের তুলনায় ৩ লাখেরও বেশি।

গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭৪ হাজার ৩৪৭ জনের। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১ হাজার ৯৪৮ জনের। এ পর্যন্ত দেশটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৬ কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২৫৯ জনের এবং মারা গেছে ৮ লাখ ৮০ হাজার ৩২৩ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৩৩ কোটি ৯৩ লাখ ৩০৫ জনের। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৪৭৯ জন। করোনা থেকে সুস্থ হয়েছে ২৭ কোটি ২৮ লাখ ৬৫ হাজার ৭৩৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Share