Home / আন্তর্জাতিক / করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়াল
করোনায়

করোনায় মৃত্যু ২৭ লাখ ছাড়াল

মহামারি করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়ছেই। এখন পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৩ লাখ ৬৭ হাজার ৬৩৯ জন। এর মধ্যে মারা গেছেন ২৭ লাখ তিন হাজার ১৭৬ জন। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৯ কোটি ৮৬ লাখ ৫৮ হাজার ৮২৭ জন।

এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৬ হাজার মানুষ। আর প্রাণহানি হয়েছে ১০ হাজার ৪৭৩ জনের। একদিনে শনাক্ত ও মৃতের সংখ্যায় সবচেয়ে এগিয়ে ব্রাজিল। একদিনে দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮৭ হাজার ১৬৯ জন এবং মারা গেছেন দুই হাজার ৬৫৬ জন।

১৭ মার্চ শুক্রবার সকাল ৯টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত ৫ লাখ ৫২ হাজার ৪৭০ জন মারা গেছেন। বিশ্বে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যাও এই দেশটিতে। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৮০ জন আক্রান্ত হয়েছেন। দেশটিতে করোনা থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭৯৯ জন।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। আক্রান্ত ও মৃত্যু বিবেচনায় দেশটির অবস্থান দ্বিতীয়। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ১৬ লাখ ৯ হাজার ৬০১ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪০০ জনের। সুস্থ হয়েছেন ১ কোটি ২ লাখ ৪ হাজার ৫৪১ জন।

এদিকে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ভারত। এ পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫১ লাখ ৩ হাজার ৬০০ জন। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪০৫ জনের। আর সুস্থ হয়েছেন ১ কোটি ১০ লাখ ৮১ হাজার ৫০৮ জন।

ঢাকা ব্যুরো চীফ,১৯ মার্চ ২০২১