করোনায় মৃত্যু বেড়ে ২১, কমেছে শনাক্ত

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১ হাজার ৯৮৭ জন। গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব মৃত্যু ও রোগী শনাক্ত হন। রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গতকাল একই সময়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৩ জনের মৃত্যু এবং ২ হাজার ১৫০ জন রোগী শনাক্তের তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী গতকালের চেয়ে আজ মৃত্যু বেড়েছে, কমেছে শনাক্ত।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৮ হাজার ৯৬৫ জন। আর মোট রোগী শনাক্ত হয়েছেন ১৯ লাখ ৩৩ হাজার ২৯১ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ হাজার ২৫২ জন। এ নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৭ লাখ ৫৪ হাজার ৫৮৪ জন করোনা রোগী।

গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন মিলিয়ে ৮৭৪টি সক্রিয় ল্যাবে ২৫ হাজার ৪০৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ৭ দশমিক ৮২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৪ শতাংশ।

যেখানে গতকাল ২৪ হাজার ৬৯৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে করোনাভাইরাস পজিটিভ শনাক্তের হার ছিল ৮ দশমিক ৭১ শতাংশ।

Share