গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরো প্রায় ১৪ হাজার মানুষের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে প্রায় ৭ লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটির সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১৬ লাখ ১ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, আক্রান্তের সংখ্যা ৭ কোটি সোয়া ১৪ লাখ ছাড়িয়েছে।
পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ১২ ডিসেম্বর, শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৭ কোটি ১৪ লাখ ৩৩ হাজার ৭৮৫ জনে দাঁড়িয়েছে।
এদের মধ্যে ১৬ লাখ ১ হাজার ৮৮ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ৯৬ লাখ ৩৪ হাজার ১০৬ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২ কোটি ১ লাখ ৯৮ হাজার ৫৯১ জন করোনারোগী,যাদের মধ্যে ১ লাখ ৬ হাজার ৬৬৩ জনের অবস্থা গুরুতর।
মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ৪৫৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৯৮ লাখ ২৭ হাজার ২৬ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে।
ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৬৮ লাখ ৩৬ হাজার ৩১৩ জনের শরীরে ধরা পড়েছে কোভিড-১৯। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ২৫ লাখ ৯৭ হাজার ৭১১ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ২৩ লাখ ৫১ হাজার ৩৭২ জনের করোনা শনাক্ত হয়েছে।
শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—যুক্তরাজ্য (১৮ লাখ ৯ হাজার ৪৫৫ জন), ইতালি (১৮ লাখ ৫ হাজার ৮৭৩ জন), তুরস্ক (১৭ লাখ ৮০ হাজার ৬৭৩ জন), স্পেন (১৭ লাখ ৪১ হাজার ৪৩৯ জন) ও আর্জেন্টিনা (১৪ লাখ ৮৯ হাজার ৩২৮ জন)।
কোভিড-১৯ মহামারীতে বাংলাদেশ আড়াইটা পর্যন্ত যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ৩ লাখ ২ হাজার ৭৫০ জন মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে প্রাণহানি বেড়ে ১ লাখ ৮০ হাজার ৪৫৩ জনে দাঁড়িয়েছে।
ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ৪২ হাজার ৬৬২ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ১ লাখ ১৩ হাজার ১৯ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৬৩ হাজার ৫০৬ জনের প্রাণ কেড়েছে করোনা।
এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৬৩ হাজার ৩৮৭ জন), ফ্রান্স (মৃত্যু ৫৭ হাজার ৫৬৭ জন), ইরান (মৃত্যু ৫১ হাজার ৭২৭ জন), স্পেন (মৃত্যু ৪৭ হাজার ৬২৪ জন) ও রাশিয়া (৪৫ হাজার ৮৯৩ জন)।
এছাড়া আর্জেন্টিনায় ৪০ হাজার ৬০৬ জন (১১তম), কলম্বিয়ায় ৩৮ হাজার ৬৬৯ জন (১২তম), পেরুতে ৩৬ হাজার ৫৪৪ জন (১৩তম), দক্ষিণ আফ্রিকায় ২২ হাজার ৯৫২ জন (১৪তম), পোল্যান্ডে ২২ হাজার ১৭৪ জন (১৫তম), জার্মানিতে ২১ হাজার ৮২০ জন (১৬তম),ইন্দোনেশিয়ায় ১৮ হাজার ৫১১ জন (১৭তম), বেলজিয়ামে ১৭ হাজার ৬৯২ জন (১৮তম), তুরস্কে ১৫ হাজার ৯৭৭ জন (১৯তম) ও চিলিতে ১৫ হাজার ৭৮২ জন (২০তম) করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
আন্তর্জািতক ডেক্স , ১২ ডিসেম্বর ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur