করোনায় আক্রান্ত হয়ে কচুয়ার সন্তান বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো.লেয়াকত আলী (৫৬) মৃত্যুবরণ করেছেন (ইন্না………রাজিউন)।
সোমবার রাত সাড়ে ৯ টার দিকে ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন মেয়ে ও মা’সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
১৯ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় জানাযা শেষে মরহুমকে তার গ্রামের বাড়ি কচুয়া উপজেলার আশরাফপুরের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার জানাযায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেয়।
মো. লেয়াকত আলীর মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।
করেসপন্ডেট,২০ জানুয়ারি ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur