Home / চাঁদপুর / চাঁদপুরে করোনায় আরও ১ জনের মৃত্যু
আইসোলেশনে

চাঁদপুরে করোনায় আরও ১ জনের মৃত্যু

চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে রওশন খান (৫৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। চাঁদপুর শহরের ওয়াপদা গেইট এলাকার বাসিন্দা তিনি।

১৬ ডিসেম্বর বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে চাঁদপুর সদর হাসপাতালে আনার পথে তিনি মারা যান। হাসপাতালে নেয়ার পর কর্মরত চিকিৎসক তাকে মৃত অবস্থায় পান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এই ব্যক্তির নমুনা পরীক্ষার পর করোনা পজিটিভ রিপোর্ট আসে গত ১৩ ডিসেম্বর। ওই দিনই তাকে হাসপাতালে ভর্তি করার কথা বলা হলেও পরিবারের লোকজন তেমন গুরুত্ব দেননি। বাড়িতে ছিলেন করোনায় আক্রান্ত রোগী হিসেবে।

অন্যদিকে চাঁদপুরে ১১টি রিপোর্টের মধ্যে ১ জনের করোনা শনাক্ত ও করোনামুক্ত হয়েছেন ৩ জন। করোনা শনাক্ত হয়েছেন চাঁদপুর সদর এবং একই দিনে চাঁদপুর সদরের ৩জনকে করোনামুক্ত হয়েছেন।

এ নিয়ে জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৬১০জন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩জন। সুস্থ হয়েছেন ২৪৭৯জন। বর্তমানে চিকিৎসাধীন ৪৮জন।

১৭ ডিসেম্বর বৃহস্পতিবার সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৬১০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১১১০জন, ফরিদগঞ্জে ২৮৯জন, মতলব দক্ষিণে ২৮৯জন, শাহরাস্তিতে ২৪২জন, হাজীগঞ্জে ২২১জন, মতলব উত্তরে ২০১জন, হাইমচরে ১৬৮জন ও কচুয়ায় ৯০জন।

করোনায় জেলায় মোট ৮‌৩জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১২জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,১৭ ডিসেম্বর ২০২০