চাঁদপুর

করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুরের পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুরের এক পুলিশ সদস্য মারা গেছেন। চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানায় কর্মরত ওই পুলিশ কনস্টেবলের নাম মোহাম্মদ সাহেব আলী।

১৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মৃত পুলিশ কনস্টেবল মোহাম্মদ সাহেব আলী চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার নিউমুরিং পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। ১৯৮৩ সালে পুলিশ বাহিনীতে যোগ দেন তিনি। তার বাড়ি চাঁদপুর জেলা শহরের পুরাতন আদালতপাড়া এলাকায়। তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে গেছেন।

বৃহস্পতিবার রাতেই তার মৃতদেহ চাঁদপুর শহরে আনা হয়। শুক্রবার সকালে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।

করেসপন্ডেট,২০ ফেব্রুয়ারি ২০২১

Share