মতলব দক্ষিণ

করোনায় আক্রান্ত মানুষের পাশে মতলব দক্ষিণের ইউএনও

‘মানুষ মানুষের জন্য’ ইউএনও ফাহমিদা হক আমাদেরই জন্য।করোনায় আক্রান্ত এবং লকডাউনে থাকা এক হতদরিদ্র রোগী ইউএনও’র খাদ্য সামগ্রী পেয়ে এমনটিই মন্তব্য করলেন। দোয়াও করলেন ওনার জন্য।

ভয়ানক ভাইরাস করোনায় আক্রান্তদের সার্বিক খোজখবরের পাশাপাশি তাঁদের বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী পৌছে দিচ্ছেন মানবিক ইউএনও ফাহমিদা হক।

১৪ জুন রোববার মতলব দক্ষিণ উপজেলা নির্বাহি কর্মকর্তা ফাহমিদা হক নিজ উদ্যেগে করোনায় ভাইরাসের কারনে লকডাউনকৃত বাড়ির ৮ পরিবারের সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী পৌছিয়ে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ওনার প্রতিনিধি হিসেবে বাড়ী বাড়ী গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, ও সিএ-উপজেলা পরিষদ মোঃ রিয়াজ সরকার ও স্বেচ্ছাসেবী রাকিবুল ইসলাম রাফিম।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল-মাল্টা, আপেল, আনারস, আম, লেবু, এক কুড়ি ডিম, মধু ২৫০ গ্রাম, চা পাতা ২৫০ গ্রাম, গরম মসলা, এলাচ, দারচিনি, লবন, গোলমরিচ, আদা ৫০০ গ্রাম, কালিজিরা, তেজপাতা।

প্রতিবেদক:মাহফুজ মল্লিক,১৪ জুন ২০২০

Share