করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। রবিবার সকালে নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন অভিনেতা।
আপাতত বাড়িতেই আইসোলেশনে আছেন তিনি। প্রয়োজনীয় চিকিৎসাও করাচ্ছেন বলে জানিয়েছেন অক্ষয়।
টুইটে তিনি লিখেছেন, ‘সকলকে জানাতে চাই যে, আজ সকালেই আমার কভিড পজিটিভ ধরা পড়েছে। সব রকম কভিডবিধি মেনে নিজেকে একেবারে আলাদা করে রেখেছি। এখন আইসোলেশনে আছি। চিকিৎসা চলছে’।
অক্ষয় আরও লেখেন, ‘আমার সংস্পর্শে যারা এসেছিলেন তারা অবশ্যই কভিড পরীক্ষা করিয়ে নিন। নিজের প্রতি খেয়াল রাখুন’।
খুব শিগগিরই কাজে ফিরবেন বলেও জানিয়েছেন ‘খিলাড়ি’।
‘রামসেতু’ ছবির শুটিংয়ের জন্য অযোধ্যায় ছিলেন অক্ষয়। শনিবারও শুটিং চলেছে ছবির। রবিবার কভিড পজিটিভ ধরা পড়ায় আপাতত শুটিং থেকে বিরতি নেন তিনি।
ঢাকা চীফ ব্যুরো, ০৪ এপ্রিল, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur