আন্তর্জাতিক

করোনায় আক্রান্ত ইমরান খানকে নিয়ে যা বললেন মোদি

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

২০ মার্চ শনিবার সন্ধ্যায় সংক্ষিপ্ত এক টুইটবার্তায় মোদি বলেন, ‘কোভিড-১৯ থেকে (পাকিস্তানের) প্রধানমন্ত্রী ইমরান খান দ্রুত সেরে উঠুন। আরোগ্য কামনা করছি।’ খবর হিন্দুস্তান টাইমসের।

গত বৃহস্পতিবার টিকা নিয়েছিলেন ইমরান। টিকা নেওয়ার মাত্র দুই দিন পর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

শনিবার ইমরান খানের স্বাস্থ্যবিষয়ক জাতীয় উপদেষ্টা ফয়সাল সুলতান এক টুইটে এ খবর জানিয়েছেন।

তিনি বলেন, বর্তমানে ইমরান খান বাসায় সেল্ফ আইসোলেশনে আছেন।

সম্প্রতি বিভিন্ন বৈঠকে প্রায় নিয়মিতই উপস্থিত ছিলেন ৬৭ বছর বয়সী ইমরান খান। পরে পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা শাহবাজ গিল জানান, ইমরানের মৃদু উপসর্গ আছে।

দেশটির একজন মন্ত্রী জানিয়েছেন, টিকা নেওয়ার আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন ইমরান খান।

আন্তর্জাতিক ডেস্ক,২০ মার্চ ২০২১

Share