স্ত্রী ও সন্তানসহ করোনায় আক্রান্ত দেশের জনপ্রিয় অভিনেতা আজিজুল হাকিম। খ্যাতনামা এই অভিনেতার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে রাজধানীর একটি স্পেশালাইজড হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
বাংলাদেশ পথনাটক পরিষদের সহসভাপতি অভিনেতা মিজানুর রহমান আজ শুক্রবার সকালে এ তথ্য জানিয়েছেন।
গত ১০ নভেম্বর করোনা সন্দেহে জমা দেওয়া নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে অভিনেতা আজিজুল হাকিম, তাঁর স্ত্রী নাট্যকার জিনাত হাকিম ও সন্তান হৃদের। তাঁরা নিজেদের বাসায়ই আইসলোশনে ছিলেন।
গতকাল ১২ নভেম্বর আজিজুল হাকিম বলেছিলেন, ‘শরীরে জ্বর অনুভব করার পর টেস্ট করিয়েছিলাম আমরা। এখনো আমার শরীরে জ্বর থাকলেও জিনাত ও হৃদের জ্বর নেই। তা ছাড়া আমাদের অন্যান্য সমস্যাও নেই। ডাক্তার বলেছেন, বাসায় থেকেই চিকিৎসা নিলে চলবে। আমরা নিয়মিত ডাক্তারের সঙ্গে যোগাযোগ রাখছি। সবার কাছে দোয়া চাই। দ্রুত সুস্থ হয়ে আবার কাজে ফিরতে চাই।’
বিনোদন ডেস্ক,১৩ নভেম্বর ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur