চাঁদপুর

জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২৩৪৪

চাঁদপুরে মঙ্গলবার আরো ৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে হাইমচরের ৩জন ও শাহরাস্তির ২জন। একই দিন করোনা থেকে মুক্ত তথা সুস্থ ঘোষণা করা হয়েছে ৪জনকে। এর মধ্যে চাঁদপুর সদরের ২জন, মতলব উত্তরের ১জন ও ফরিদগঞ্জের ১জন।

জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা ২৩৪৪ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৭৭জন। সুস্থ হয়েছেন ২১৮০জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ৮৭জন।

সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, আজ চাঁদপুরস্থ ভাষাবীর এম এ ওয়াদুদ আরটি-পিসিআর ল্যাব থেকে মোট ৩৬টি রিপোর্ট আসে। এর মধ্যে ৫টি করোনা পজেটিভ। বাকী ৪১টি করোনা নেগেটিভ।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৩৪৪জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ৯৪৩জন, ফরিদগঞ্জে ২৬৮জন, মতলব দক্ষিণে ২৬৫জন, শাহরাস্তিতে ২৩১জন, হাজীগঞ্জে ২০০জন, মতলব উত্তরে ১৯৬জন, হাইমচরে ১৫৬জন ও কচুয়ায় ৮৫জন।

জেলায় মোট ৭৭জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২২জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১১জন, মতলব উত্তরের ১০জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৩জন ও হাইমচরে ১জন।

বার্তা কক্ষ,২০ অক্টোবর ২০২০

Share