Home / সারাদেশ / করোনার হটস্পট খুলনায় একদিনে ৫১ জনের মৃত্যু
করোনায় মৃতদের জানাযা
ফাইল ছবি

করোনার হটস্পট খুলনায় একদিনে ৫১ জনের মৃত্যু

কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা। বৃহত্তর খুলনায় গত ২৪ ঘন্টায় আরও ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার রেকর্ড ৬০ জনের মৃত্যুর পর আজ আরও ৫১ জন যোগ দিলেন মৃত্যুর মিছিলে।

কোভিড-১৯ মহামারির হটস্পটে পরিণত হয়েছে খুলনা। বৃহত্তর খুলনায় গত ২৪ ঘন্টায় আরও ৫১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বুধবার রেকর্ড ৬০ জনের মৃত্যুর পর আজ আরও ৫১ জন যোগ দিলেন মৃত্যুর মিছিলে।

একদিনে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৩২ জন।

বৃহস্পতিবার বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক রাশেদা সুলতানা এসব তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। আর একইদিন সর্বোচ্চ ১ হাজার ৯০০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২১ জনের মৃত্যু হয়েছে খুলনা জেলায়। এছাড়া বাগেরহাটে একজন, যশোরে ছয়জন, নড়াইলে তিনজন, মাগুরায় তিনজন, ঝিনাইদহে তিনজন, কুষ্টিয়ায় ১০ জন, চুয়াডাঙ্গায় তিনজন এবং মেহেরপুরে একজন মারা যান।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৬৭ হাজার ৫৩১ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৩৭৬ জন।

অনলাইন ডেস্ক, ৮ জুলাই ২০২১