জমজমাট লড়াইয়ের মধ্যেই স্থগিত হয়ে গেল পাকিস্তান সুপার লিগ (পিএসএস)। বৃহস্পতিবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জরুরি বৈঠক ডেকে ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নিয়েছে।
মহামারী করোনার হানায় পিসিবি।এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে ইএসপিএন ক্রিকইনফো।
ক্রিকইনফো জানায়, পিএসএল চলাকালীন চার ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন। এর মধ্যেই আবার নতুন করে তিনজন আক্রান্ত হয়েছেন। আর আক্রান্তরা সবাই ছিলেন জৈব সুরক্ষা বলয়ের মধ্যেই। সুরক্ষায় থেকেও করোনা পজিটিভ হওয়ায় উদ্বেগ প্রকাশ করে পিএসএস। দ্রুত সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের এই ঘরোয়া লিগ স্থগিত ঘোষণা করে।
স্থগিত করার বিষয়ে পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জৈব বলয়ে থাকার পরও খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়ায় ঝুঁকি নিতে চায়নি তারা। সব ফ্রাঞ্চাইজির মালিক ও সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার পর স্বাস্থ্যের কথা চিন্তা করে বোর্ড পিএসএলে ২০২১ সালের আসরটি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিসিআর টেস্ট, টিকা ও আইসোলেশন সুবিধা নিশ্চিতের পরই ফের শুরু করা হবে পাকিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টির প্রতিযোগিতাটি।
বার্তাকক্ষ, ০৪ মার্চ, ২০২১;