চাঁদপুর জেলায় আরো ৩২ জনের করোনা শনাক্ত হয়েছে বুধবার। এর মধ্যে শুধু শাহরাস্তিরই ১৭জন, চাঁদপুর সদরের ১৩জন এবং হাইমচরের ২জন।
নতুন আক্রান্তদের মধ্যে চাঁদপুর সদর ও শাহরাস্তিতে উপসর্গে মৃত ২জন রয়েছেন। বুধবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এসব এসব তথ্য জানানো হয়েছে।
এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৬৫২ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ৪৯ জন।
এদিকে শাহরাস্তিতে করোনার ছোবল থেকে রেহাই পাচ্ছেন না পুলিশ জনপ্রতিনিধি ও স্বাস্থ্যকর্মীসহ অনেকেই। সম্প্রতি ওই উপজেলার বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যান করোনায় আক্রান্ত হয়েছেন এবং একজন মারা গেছেন।
চাঁদপুরে জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ৬৫২ জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৬৭ জন, শাহরাস্তিতে ৮৪ জন, মতলব দক্ষিণে ৭৪ জন, হাজীগঞ্জে ৬৬ জন, ফরিদগঞ্জে ৬৩ জন, হাইমচরে ৩৬ জন, মতলব উত্তরে ৩৩জন ও কচুয়ায় ২৯জন।
জেলায় মোট ৪৯জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : হাজীগঞ্জে ১৪জন, চাঁদপুর সদরে ১৩জন, ফরিদগঞ্জে ৬জন, কচুয়ায় ৫জন, মতলব উত্তরে ৫জন, শাহরাস্তিতে ৪জন ও মতলব দক্ষিণে ২জন।