জাতীয়

করোনার ‘লক্ষণ’ নিয়ে দুদক পরিচালকের মৃত্যু : আইসোলেশনে স্ত্রী-সন্তান

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান মারা গেছেন।তার স্ত্রী ও সন্তানকেও আইসোলেশনে রাখা হয়েছে বলে জানা গেছে।

৬ এপ্রিল সোমবার ভোর সাড়ে ৪টায় কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো. রেজাউল আলম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গত ২৯ মার্চ হাঁচি, জ্বর ও সর্দি নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।‌ তবে তাঁর করোনাভাইরাসের পরীক্ষা করা হলেও রোগটি ধরা পড়েছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

জালাল সাইফুর রহমান ২২তম ব্যাচের প্রশাসন ক্যাডার কর্মকর্তা ছিলেন।তিনি বেশ কিছু দিন ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মো. রেজাউল আলম ও মারা যাওয়া দুদক পরিচালক প্রশাসন ক্যাডারের একই ব্যাচের কর্মকর্তা।

মো. রেজাউল আলম বলেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে দুদকের ওই পরিচালক মারা যান। তিনি প্রায় সপ্তাহখানেক ধরে কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ৮ মার্চ থেকে দেশে করোনাভাইরাস শনাক্ত হওয়া রোগীর সংখ্যা ৮৮। মারা গেছেন ৯ জন। সুস্থ ৩৩ জন।

ঢাকা ব্যুরো চীফ,৬ এপ্রিল ২০২০

Share