চাঁদপুর জেলার হাইমচর উপজেলায় মহামারী করোনা ভাইরাসের প্রার্দুভাব দিন দিন বেড়ে চলছে।
সোমবার ২৬ জুলাই হাইমচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়- ৩৪ জন করোনা পরীক্ষায় ১৬ জনের দেহে করোনার ভাইরাস পজিটিভ পেয়েছে। এ নিয়ে হাইমচরে ৩৫৫ জন করোনা আক্রান্ত। সুস্থ হয়েছে ২৫৯ জন। মৃত সংখ্যা ৩ জন ও চিকিৎসাধীন রয়েছে ৯৩ জন।
হাইমচরে করোনা প্রাদুভাব বৃদ্ধি পাওয়া উপজেলা প্রশাসনে নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিগ্যান চাকমা ও হাইমচর থানা অফিসার ইনচার্জ মো.মাহবুবুর রহমান মোল্লা উপজেলার বিভিন্ন বাজারে অভিযান ও সচেতনামুলক মাইকিংসহ কঠোর লকডাউন বাস্তাবায়নের জন্য কাজ করে যাচ্ছে।
এ ব্যাপারে হাইমচর উপজেলা নির্বাহী অফিসার চাই থোয়াইহলা চৌধুরী বলেন,‘করোনা প্রাদূভাব কমাতে উপজেলা প্রশাসনা, সেনাবাহিনীর প্রতিদিন টহল দিয়ে যাচ্ছে। যাতে করে কেউ বিনা প্রয়োজনে ঘরে বাহিরে হতে না পারে। যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে জরিমানা শাস্তির ব্যবস্থা রয়েছে।’
মো.ইসমাইল , ২৬ জুলাই ২০২১
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur