Home / চাঁদপুর / চাঁদপুরে ফের বাড়ছে করোনার নতুন রোগী, একদিনে শনাক্ত ৭
করোনার নতুন রোগী
ফাইল ছবি

চাঁদপুরে ফের বাড়ছে করোনার নতুন রোগী, একদিনে শনাক্ত ৭

চাঁদপুরে করোনায় আক্রান্ত রোগী শনাক্তের হার দীর্ঘদিন কম থাকার পর আবারও বাড়তে শুরু করেছে। জেলায় ৫ দিনে ২২ জনের করোনা শনাক্ত হয়েছে।

১১ মার্চ বৃহস্পতিবার করোনা ল্যাব থেকে ৭১টি নমুনার মধ্যে ৭ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তসহ জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২৮৮০জন। মৃতের সংখ্যা ৮৮জন। সুস্থ হয়েছেন ২৭৩৭জন। বর্তমানে চিকিৎসাধীন ৫৫জন।

করোনা শনাক্তের মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১জন, হাজীগঞ্জের ১জন, ফরিদগঞ্জের ২জন, হাইচরের ২জন ও শাহরাস্তির ১জন রয়েছেন। তবে এ দিন কাউকে করোনামুক্ত ঘোষণা করা হয়নি।

চাঁদপুর জেলায় বর্তমানে করোনায় আক্রান্ত ২৮৮০জনের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ১২৫০জন, ফরিদগঞ্জে ৩১৭জন, মতলব দক্ষিণে ৩০৮জন, শাহরাস্তিতে ২৬৪জন, হাজীগঞ্জে ২৪৮জন, মতলব উত্তরে ২১০জন, হাইমচরে ১৭৬জন ও কচুয়ায় ১০৭জন।

করোনায় জেলায় মোট ৮৮জন মৃতের উপজেলাভিত্তিক পরিসংখ্যান হলো : চাঁদপুর সদরে ২৮জন, হাজীগঞ্জে ১৭জন, ফরিদগঞ্জে ১৪জন, মতলব উত্তরের ১১জন, শাহরাস্তিতে ৭জন, কচুয়ায় ৬জন, মতলব দক্ষিণে ৪জন ও হাইমচরে ১জন।

চাঁদপুর প্রতিনিধি,১১ মার্চ ২০২১