Home / আন্তর্জাতিক / করোনার টিকা নিয়ে হাসপাতালকর্মীর মৃত্যু
করোনার টিকা
ছবি: সংগৃহিত

করোনার টিকা নিয়ে হাসপাতালকর্মীর মৃত্যু

ভারতের উত্তরপ্রদেশের মুরাদাবাদে সরকারি হাসপাতালের এক কর্মচারী করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার ২৪ ঘণ্টা পর মারা গেছেন।স্থানীয় সময় রোববার সন্ধ্যায় মারা যাওয়া ওই ব্যক্তির নাম মহিপাল সিং (৪৬)।

তবে তার মৃত্যু টিকা নেওয়ার সঙ্গে সম্পর্কিত নয় বলে দাবি করেছেন জেলা চিফ মেডিকেল অফিসার। খবর এনডিটিভি।

দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসেবে ভারতে করোনাভাইরাসের টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে গত শনিবার। প্রথম দিন দেশটিতে প্রায় দুই লাখ মানুষকে টিকা দেওয়া হয়। পর দিন টিকা গ্রহণকারীদের মধ্যে একজনের মৃত্যুর খবর এলো।

এর আগে ভারতে বায়োটেকের করোনা টিকা কোভ্যাকসিন নেওয়ার (ক্লিনিক্যাল ট্রায়াল) ১০ দিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু হয়েছে দীপক মরাবি নামে ভোপালের ৪২ বছর বয়সী এক স্বেচ্ছাসেবকের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মৃত্যুর আগে হাসপাতালের ওয়ার্ডবয় মহিপাল বুকে কফ জমা ও শ্বাসকষ্টের কথা জানিয়েছিলেন। তার পরিবারের ভাষ্য– টিকা নেওয়ার আগে তিনি অসুস্থ ছিলেন।

মহিপালের ছেলে ভিশাল গণমাধ্যমকে জানিয়েছেন, টিকা নেওয়ার আগে তার বাবা অসুস্থ ছিলেন। এর পর টিকা নেওয়ার পর তার খারাপ লাগা শুরু হয়। তিনি বলেন, ভ্যাকসিন সেন্টার থেকে আমার বাবা ফিরে শ্বাসকষ্টে ভুগছিলেন এবং তার খুব কাশি হচ্ছিল।

মুরাদাবাদের চিফ মেডিকেল অফিসার এমসি গার্গ বলেন, মহিপাল শনিবার বিকালে টিকা নিয়েছিলেন। পর দিন রোববার তিনি শ্বাসকষ্ট অনুভব করেছিলেন এবং বুকের ভেতরে কফ জমার অভিযোগ করেছিলেন। তার মৃত্যুর কারণ আমরা তদন্ত করছি।

‘আমরা ময়নাতদন্ত করব। তবে মনে হচ্ছে তিনি টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মারা যাননি। টিকা নেওয়ার পর হাসপাতালে রাতে দায়িত্ব পালনও করেছে এবং তখন কোনো সমস্যা হয়নি।’
বার্তাকক্ষ, ১৮ জানুয়ারি,২০২১;