করোনা ভাইরাস থেকে সুরক্ষা পেতে টিকা নিয়েছেন নন্দিত সংগীতশিল্পী ও গায়ক তাহসান খান।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হসপিটালে উপস্থিত হয়ে করোনা ভাইরাসের টিকা নেন এই তারকা।
ফেসবুকে ছবি প্রকাশ করে ভ্যাকসিন নেওয়ার বিষয়টি জানান তাহসান। ক্যাপশনে তিনি লেখেন, অসামান্য ত্যাগের জন্য আমাদের সম্মুখসারির নায়কদের অনেক ধন্যবাদ।
এর আগে বিনোদন অঙ্গন থেকে টিকা নিয়েছেন উপমহাদেশের বরেণ্য সংগীতশিল্পী রুনা লায়লা, তার স্বামী ও চিত্রনায়ক আলমগীর, সংসদ সদস্য ও অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, নাট্যজন ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, অভিনেতা মামুনুর রশীদ, তারিক আনাম খান, অভিনেত্রী নিমা রহমান, রকস্টার জেমস, চিত্রনায়ক নাইম, চিত্রনায়িকা শাবনাজ ও অভিনেতা চঞ্চল চৌধুরী, তারিনসহ অনেকে।
বার্তাকক্ষ, ২৪ ফেব্রুয়ারি,২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur