দেশে করোনার অ্যান্টিজেন পরীক্ষা শুরু হলো। ১০ টি জেলায় করোনার এন্টিজেন পরীক্ষার সুযোগ মিলবে। আজ শনিবার ৫ ডিসেম্বর সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক ভার্চ্যুয়ালি এর উদ্বোধন করেছেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা টেস্ট করায় মানুষের অনীহা দেখা দিয়েছে। আপনাদের উপসর্গ থাকলে আপনারা টেস্ট করবেন। আর এই এন্টিজেন পরীক্ষার যাত্রা ১০ জেলায় শুরু হলো। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সারা দেশে এন্টিজেন পরীক্ষা চালু করা হবে।
স্বাস্থ্য সচিব মো.আব্দুল মানান বলেন, টেস্টের সংখ্যা বাড়াতে দু’-চার দিনের মধ্যে মোবাইল ল্যাব চালু করা হবে। দুটি মোবাইল ল্যাব চালু করা হবে প্রাথমিকভাবে। এগুলো আসকোনা ও দিয়াবাড়ির আইসোলেশন সেন্টারের আশপাশে নমুনা পরীক্ষা করবে।
যে ১০টি জেলা সদর হাসপাতালে অ্যান্টিজেন পরীক্ষা করা হবে সেগুলো হলো, গাইবান্ধা,পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেট।
কারো শরীরে করোনাভাইরাসের উপস্থিতি রয়েছে কি না, সেটি অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যায়। এ পরীক্ষা করা যায় ১৫ থেকে ৩০ মিনিটে।
স্বাস্থ্য সচিবের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম,অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা.নাসিমা সুলতানা। এসময় ১০ জেলার সিভিল সার্জন অনলাইনে যুক্ত ছিলেন।
বার্তা কক্ষ , ৫ ডিসেম্বর ২০২০
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur