জাতীয়

করোনাভাইরাস: সব বন্দরে ফের নজরদারির নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশে করোনাভাইরাস শুরুর পর বিভিন্ন বন্দরে যে ধরনের নজরদারি ও সুরক্ষাব্যবস্থা জোরদার করা হয়েছিল, তা আবার ফিরিয়ে আনার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেষ হাসিনা।

১ নভেম্বর রোববার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধু জাতীয় যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ইউরোপের দেশগুলোতে নতুন করে করোনাভাইরাসের প্রকোপ বাড়ার উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এখন সময় এসে গেছে, এখন থেকে বাইরে থেকে আমাদের দেশে যারা আসবে, তাদের পরীক্ষা করা, তাদের কোয়ারেন্টিনে রাখা… এটা আমাদের সেই এয়ারপোর্ট থেকে শুরু করে প্রত্যেকটা পোর্টে পোর্টে এখন থেকে আবার সেই আগের মতো ব্যবস্থা নিতে হবে।

করেনার কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও এখন আবার কয়েকটি দেশ থেকে আকাশপথে যাত্রী পরিবহন হচ্ছে।

তাই আবারও সুরক্ষাব্যবস্থাগুলো ফিরিয়ে আনার নির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ ঢুকতে গেলেই করোনাভাইরাস নিয়ে ঢুকছে কিনা তা পরীক্ষা করতে হবে। কারণ আমার দেশের মানুষের সুরক্ষটা আমাদের নিশ্চিত করতে হবে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত ৮ মার্চ। ইতোমধ্যে তা ৪ লাখ ৭ হাজার পেরিয়ে গেছে। এ ভাইরাসে এ পর্যন্ত ৫ হাজার ৯২৩ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

এদিকে বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা সাড়ে ৪ কোটি ছাড়িয়ে গেছে; মৃতের সংখ্যা পৌঁছে গেছে ১২ লাখের কাছাকাছি।

বার্তা কক্ষ,১ নভেম্বর ২০২০

Share