আন্তর্জাতিক

করোনাভাইরাসে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি আক্রান্ত

সংযুক্ত আরব আমিরাতে একজন প্রবাসী বাংলাদেশির শরীরে করোনাভাইরাস খ্যাত ‘কভিড-১৯’ পাওয়া গেছে। ওই বাংলাদেশির নাম প্রকাশ করা না হলেও তিনি ৩৯ বছর বয়সী বলে জানা গেছে।

দেশটিতে আরও দুইজনের শরীরে নতুন করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে, যাদের মধ্যে ওই বাংলাদেশিও রয়েছেন।

তাঁর অবস্থা বর্তমানে ‘স্থিতিশীল’ বলে জানিয়েছেন আমিরাতের চিকিৎসকরা।

সব মিলিয়ে আরব আমিরাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ জনে বলে আমিরাতের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স।

নতুন দুই রোগীর মধ্যে একজন ৩৪ বছর বয়সী একজন ফিলিপিনো এবং অন্যজন ৩৯ বছর বয়সী বাংলাদেশি।

এক চীনা রোগীর সরাসরি সংস্পর্শে থেকে তারা রোগটিতে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।

সংযুক্ত আরব আমিরাত ছাড়াও সিঙ্গাপুরে পাঁচ প্রবাসী বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে একজনের অবস্থা ‘সঙ্কটাপন্ন’ বলে জানা গেছে।

বার্তা কক্ষ,২২ ফেব্রুয়ারি ২০২০

Share