আন্তর্জাতিক

করোনভাইরাস: ওমানে প্রথম টিকা নিলেন স্বাস্থ্যমন্ত্রী

ওমানে ফাইজার-বায়োএনটেকের তৈরি করোনা টিকার প্রয়োগ শুরু হয়েছে। ওমানের স্বাস্থ্যমন্ত্রী ডা. আহমদ বিন মুহাম্মাদ আল সাইদি প্রথম টিকা গ্রহণ করেছেন।

গত সপ্তাহে প্রথম ধাপে ১৫ হাজার ছয় শ ডোজ ওমানের মাসকাট বিমানবন্দরে এসে পৌঁছে। করোনা টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্ক ব্যক্তি, স্বাস্থ্যকর্মী ও গুরুত্ব রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হবে।

আগামী মাসে আরো ২৮ হাজার ডোজ ফাইজার-বায়োএনটেকের তৈরি করা টিকা সরবরাহ হওয়ার আশা করা হচ্ছে।

ধাপে ধাপে ওমানের ৫০ লাখ জনসংখ্যার শতকার ৬০ ভাগের টিকা নিশ্চিত করা হবে। বর্তমানে সরবরাহ হওয়া টিকা জনসংখ্যার মাত্র ২০ ভাগের জন্য যথেষ্ট।

ওমানে এখন পর্যন্ত এক লাখ ২৮ হাজার করোনায় আক্রান্ত হয়। করোনায় মারা যায় এক হাজার চার শ লোক মারা যায়।

ইতিমধ্যে নতুন ধরনের করোনার কারণে গত সপ্তাহ থেকে ওমানের সরকারি সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে।

ঢাকা ব্যুরো চীফ,২৮ ডিসেম্বর,২০২০;

Share