বিশ্বজুড়ে করোনাভাইরাসের তাণ্ডব থামছেই না। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বে প্রাণহানি ছাড়ালো ৫০ লাখ। ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন সাড়ে ৭ হাজারের বেশি মানুষ। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৬৮ হাজারের বেশি।
শনিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস থেকে এমন তথ্য জানা গেছে।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু ও আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত ৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজার ৯৭৯ জন। মৃত্যু দাঁড়িয়েছে সাত লাখ ৬৫ হাজার ৭২২ জনে। সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৬৬ লাখ ৪৬ হাজারে বেশি।
তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এ পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৫৯ হাজার ৭১৯ জন। এরমধ্যে মারা গেছেন ৪ লাখ ৫৭ হাজার ৭৭৩ জন। তৃতীয় অবস্থানে ব্রাজিল। এ পর্যন্ত মারা গেছেন ৬ লাখ সাত হাজার ৫০৪ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি নয় লাখ ৮৬ হাজারের বেশি।
আক্রান্ত ও মৃত্যুর তালিকায় উপরের দিকে রয়েছে যুক্তরাজ্য, রাশিয়া, তুরস্ক, ফ্রান্স, ইরান,আর্জেন্টিনা,স্পেন,কলম্বিয়া ও ইতালি। এদিকে বিশ্ব কোভিড প্রতিরোধী টিকা কার্যক্রম অব্যাহত থাকায় কিছু দেশে সংক্রমণ কমে এসেছে। তবে ইউরোপসহ অনেক দেশেই শীত শুরু হওয়ায় সংক্রমণ আবারও মাথাচাড়া দেয়ার আশংকা রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। এক পর্যায়ে উৎপত্তিস্থল চীনে ভাইরাসটির প্রাদুর্ভাব কমলেও বিশ্বের অন্যান্য দেশে এর প্রকোপ বাড়তে শুরু করে।
চীনের বাইরে করোনাভাইরাসের প্রকোপ ১৩ গুণ বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে ১১ মার্চ দুনিয়াজুড়ে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।