চাঁদপুরে করেনাা ও উপসর্গে ৪ জনের মৃত্যু

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও উপসর্গে আরও চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় একজন ও উপসর্গ নিয়ে তিনজন মারা গেছেন।

শনিবার (৪ সেপ্টেম্বর) হাসপাতালের করোনা বিষয়ক ফোকালপারসন ডা. মো. সুজাউদ্দৌলা রুবেল এ তথ্য নিশ্চিত করেন। একই সময়ে ৭১ নমুনা পরীক্ষা করে নতুন আরও ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে।

করোনায় মৃত ব্যক্তি হলেন- আমিনুল ইসলাম (৮০)। অন্যদিকে উপসর্গ নিয়ে মৃত্যুরা হলেন- মো. হান্নান (৭০), মঞ্জুমা খাতুন (৭৫) ও কলিম উল্লাহ (৫৮)।

চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্যমতে, চাঁদপুরে শুক্রবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ২৩০ জন।

চাঁদপুর করেসপন্ডেট

Share