Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় রাস্তা দখল করে করাত কল : জনদুর্ভোগ
কচুয়ায় রাস্তা দখল করে করাত কল ব্যবসায় জনদুর্ভোগ

কচুয়ায় রাস্তা দখল করে করাত কল : জনদুর্ভোগ

চাঁদপুর কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নে কাদলা পূর্ব বাজার ব্রীজের দু’পাশ দখল করে করাত কল ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে।

কাদলা গ্রামের ‘জামাই’ পার্শ্ববর্তী হাজীগঞ্জ উপজেলার সুহিলপুর এলাকার মানিক মিয়ার বিরুদ্ধে ভোক্তভোগী লোকজন এ অভিযোগ করেছেন।

রোববার দুপুরে সরেজমিনে গেলে ভোক্তভোগী স্থানীয় লোকজন জানান, মানিক মিয়া তার চাচা মাইনুদ্দিন মাষ্টারের একটি সমেইল ৩/৪ মাস পূর্বে ক্রয় করে লোক দিয়ে ব্যবসা পরিচালনা করছেন। তার করাত কলে প্রতিদিন এলাকার বিভিন্ন স্থান থেকে গাছ এনে রাস্তার দু’পাশ দখল করে স্তুপ করে রাখে। তাছাড়া ট্রাক ও ট্রলি করাত কলেন সামনে ঘন্টার পর ঘন্টা থামিয়ে মাল উঠা নামা করায় ও দু’পাশে গাছ রাখায় কাদলা-রঘুনাথপুর, কাদলা-দরবেশগঞ্জগামী যানবাহন আটকে চরম ভোগান্তিতে পড়ে।

স্থানীয়রা জানায়, মানিক মিয়া খামখেয়ালী করে এসব কাজ করায় সাধারণ লোকজন চরম ভোগান্তিতে রয়েছে। তবে অভিযুক্ত মানিক মিয়া মোবাইল ফোনে রাস্তায় গাছ ফেলে যানজট করার বিষয়টি অস্বীকার করেছেন।

এ ব্যাপারে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন বলেন, বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

প্রতিবেদক-জিসান আহমেদ নান্নু
।। আপডটে,বাংলাদশে সময় ০৮ : ৪৮ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৭ রোববার

এইউ

Leave a Reply