বিপাশা যে বলিউডের ‘জিম কুইন’, তা জানতে বাকি নেই কারও। কসরত করে যে কত আকর্ষণীয় লুক পাওয়া যায়, তা বোধ হয় বিপাশা বসুর কাছ থেকে সবচেয়ে ভালো করে জানা যায়। ব্যায়াম করতে তিনি বেশ পছন্দও করেন। কিন্তু জিম করার সময় বয়ফ্রেন্ড করণ গ্রোভার সঙ্গে তার ভিডিও প্রকাশ পাওয়ায় বেশ বিরক্তি প্রকাশ করেছেন বাঙালি কন্যা।
কয়েকদিন আগেই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে করণ-বিপাশার ভিডিও। সেখানে করণের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবেই শরীরচর্চা করতে দেখা যায় বিপাশাকে।
সেই ভিডিওতে করণ-বিপাশাকে একান্তে দেখা যাওয়ার পর জল্পনা বাড়ে বলিউড পাড়ায়। তা নিয়ে অবশ্য টুঁ শব্দটিও করেননি বিপাশা।
তবে তার রাগ হয়েছে অন্য কারণে। তাদের পরিকল্পনা ছিল, করণের সঙ্গে শরীরচর্চার ভিডিও পর্বে পর্বে বাজারে আনবেন। কিন্তু শোনা যাচ্ছে, তাদের জিম ইনস্ট্রাকটরই নাকি এ ভিডিও অনলাইনে পেস্ট করে দেন। আর তাতেই বেজায় ক্ষেপলেন বিপাশা।
নিউজ ডেস্ক ||আপডেট: ০৭:৩৭ পিএম, ০৬ নভেম্বর ২০১৫, শুক্রবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur