দীর্ঘদিন ধরেই ইয়ামাহা মোটরবাইকের অ্যাম্বাসেডর হিসেবে তাদের বিভিন্ন বিজ্ঞাপন ও প্রোগ্রামে অংশগ্রহণ করছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান। এবার ইয়ামাহার উদ্যোগে গভীর রাতে ঢাকা শহরের ভাসমান শীতার্ত মানুষের পাশে দাড়ালেন তিনি।
শুক্রবার মধ্যরাতে কনকনে শীত বা বৃষ্টি থেকে রক্ষায় সুবিধাবঞ্চিত মানুষদের তাবু ও কম্বল বিতরণের মাধ্যমে তাদের পাশে দাঁড়ায় ইয়ামাহা রাইডার ক্লাব বাংলাদেশ ফেইসবুক গ্রুপের বাইকাররা। তাদের সাথে অংশ নিয়েছিলেন এসিআই মটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস, ইয়ামাহা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব আল হাসান এবং টিম ইয়ামাহা।
উল্লেখ্য, গত বছর ২৯ অক্টোবর ম্যাচ ফিক্সিং না করলেও প্রস্তাব পেয়ে সেই তথ্য গোপন করায় ক্রিকেট থেকে এক বছরের নিষেধাজ্ঞা পেয়েছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ২৯ অক্টোবর আবার ক্রিকেটে ফিরতে পারবেন তিনি।
করেসপন্ডেট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur