Home / সারাদেশ / কম্বল কিনতে প্রতি জেলায় ৩ লাখ টাকা করে বরাদ্দ
blanket-..
ফাইল ছবি

কম্বল কিনতে প্রতি জেলায় ৩ লাখ টাকা করে বরাদ্দ

এবারের চলমান শীত মোকাবিলায় দুস্থ পরিবারের মাঝে কম্বল বা শীতবস্ত্র কিনে বিতরণের জন্য দেশের ৬৪ টি জেলায় প্রতিটিতে ৩ লাখ টাকা হারে ১ কোটি ৯২ লাখ টাকা বরাদ্দ দিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

বরাদ্দ করা অর্থ কম্বল ও শীতবস্ত্র কেনা ছাড়া অন্য কোনও খাতে ব্যয় করা যাবে না বলে জানিয়েছে অধিদফতর।

বুধবার ১৭ নভেম্বর দেশের সব জেলা প্রশাসকদের অনুকূলে এ অর্থ বরাদ্দ দিয়ে অফিস আদেশ জারি করেছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর।

অফিস আদেশে বলা হয়েছে, দেশে চলমান শীত মোকাবিলায় ৬৪ জেলায় তিন লাখ টাকা হারে সর্বমোট ১ কোটি ৯২ লাখ টাকা দুস্থ পরিবারের মধ্যে কম্বল বা শীতবস্ত্র বিতরণের জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে ।

আদেশে আরও বলা হয়,জেলা প্রশাসকরা কম্বল ও শীতবস্ত্র কিনে সংশ্লিষ্ট সংসদ সদস্যদের সঙ্গে পরামর্শ করে বিতরণ করবেন। ক্রয়ের ক্ষেত্রে পিপিএ-২০০৬ (সরকারি ক্রয় আইন) এবং পিপিআর-২০০৮ (সরকারি ক্রয় বিধি) অনুসরণ করে সংশ্লিষ্ট সকল বিধিবিধান ও আর্থিক নিয়মাচার যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

বার্তা কক্ষ , ১৮ নভেম্বর ২০২১
এজি