দেশের সকল ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা

রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন সেক্টেরের সংস্কার কাজ শুরু হলেও ক্রীড়াঙ্গন নিয়ে এই কয়দিনে বড় কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। তবে বুধবার দেশের অন্যতম বড় ও আলোচিত ফেডারেশন বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এসেছে বড় পরিবর্তন।

আওয়ামী লীগ সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করলে নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ক্রিকেটার ফারুক আহমেদ। এই দিনই যুব ও ক্রীড়া মন্ত্রণালয় দেশের সব ক্রীড়া সংস্থার কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি করার নির্দেশ দিয়েছে।

যে কোনো ফেডারেশনের নির্বাচনে বড় প্রভাব রাখেন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার প্রতিনিধিরা। তারা আবার কয়েকটি ফেডারেশনও আঁকড়ে ধরে থাকেন। নির্বাচনে জেতার জন্য এই সংস্থার সভাপতি-সাধারণ সম্পাদকদের দ্বারস্থ হতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাদের। ২৬ অক্টোবর অনুষ্ঠেয় বাফুফে নির্বাচনে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার ভোটের দিকে তাকিয়ে ছিলেন অনেকে। আপাতত সেই পথটি কঠিন হয়ে গেল।

জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় নির্বাচিত কমিটির মেয়াদ চার বছর। ফেডারেশনের নির্বাচিত কমিটি ভাঙলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শঙ্কা থাকে। স্থানীয় ক্রীড়া সংস্থা ভাঙা-গড়ার সম্পূর্ণ এখতিয়ার জাতীয় ক্রীড়া পরিষদের। পদাধিকার বলে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার জেলা ক্রীড়া সংস্থা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের চিঠিতে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনার নিজ নিজ জেলা ও বিভাগে স্বনামধন্য ক্রীড়াবিদ,ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে অ্যাডহক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই কমিটি গঠন করে জাতীয় ক্রীড়া পরিষদের অনুকূলে অনুমোদন নেয়ার নির্দেশনাও রয়েছে।

চাঁদপুর টাইমস
২২ আগস্ট ২০২৪
এজি

Share