চাঁদপুরের হাইমচর উপজেলার নীলকমল ওসমানিয়া উচ্চ বিদ্যালয়ে ৩য় বারের ন্যায় ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে চাঁদপুর জেলা পরিষদের সম্মানিত সদস্য এস এম আল মামুন (সুমন)। কুমিল্লা মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক প্রজ্ঞাপনে তথ্য পাওয়া গেছে।
উপজেলার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নীলকমল ওচমানিয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষা মান উন্নয়নের ও বিদ্যালয়ের অবকাঠামোসহ ব্যাপক উন্নয়ন হওয়া তাকে তয় বারের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মনোনীত করেন। এ বিষয়ে এসএম আল মামুন সুমন জানান স্কুলের অভিভাবক, শিক্ষকদের আন্তরিকতা রয়েছে এবং তারা আমার বিগত সময়ে দেখেন শিক্ষার মান ও প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন হওয়া আমাকে বিদ্যালয়ের পুনরায় সভাপতি হিসেবে প্রস্তাব রাখেন। বোর্ড প্রজ্ঞাপন জারি করে তার অনুমোদন করেন। এ জন্য আমি সকলের কাছে কৃতজ্ঞ।
এছাড়াও তিনি এমজেএস বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর গর্ভানিং বডি সভাপতি ও হাইমচর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দায়িত্ব পালন করে আসছেন।
প্রতিবেদক:মো.ইসমাইল, ৫ আগস্ট ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur