চাঁদপুর-৩ আসনে কমিউনিস্ট পার্টির প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আসন্ন ত্রয়োদশ ২০২৬ জাতীয় সংসদ নির্বাচনে কমিউনিস্ট পার্টির সংসদ সদস্য প্রার্থী কমরেড জাহাঙ্গীর হোসেন । তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম মেম্বার ও চাঁদপুর জেলা কমিটির সভাপতি ।
জাহাঙ্গীর হোসেন ছাত্রজীবন থেকেই ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চাঁদপুর জেলা সভাপতির দায়িত্ব পালন করেন। ছাত্রত্ব শেষ করে বাংলাদেশ যুব ইউনিয়নের জেলা সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। পেশা জীবনে তিনি শিক্ষকতায় আছেন। তিনি মাস্টার্স,এলএলবি এবং বি.এড ডিগ্রিধারী ।
তিনি বাংলাদেশ মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি কেন্দ্রিয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি এ সংগঠনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। জাহাঙ্গীর হোসেন কৈশোরকাল থেকেই লেখালেখি ও নাটকের সাথে সম্পৃক্ত হন। এক পর্যায়ে তার ঐকান্তিক প্রচেষ্টায় জাগরণ সাংস্কৃতিক কেন্দ্র ও চাঁদপুর লেখক পরিষদ প্রতিষ্ঠা করেন। তিনি একজন কবি ও সাহিত্যিক হিসেবেও পরিচিত।
বর্তমানে তিনি উভয় সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সংসদের সাবেক সহ-সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা, চাঁদপুর-এর যুগ্ম-মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর এডহক কমিটির সাবেক সদস্য।
আবদুল গনি
৭ জানুয়ারি ২০২৬
এ জি