Home / চাঁদপুর / চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে কাল : কমিউনিটি পুলিশের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’
C policing

চাঁদপুরে কমিউনিটি পুলিশিং ডে কাল : কমিউনিটি পুলিশের মূলমন্ত্র,শান্তি-শৃঙ্খলা সর্বত্র’

কমিউনিটি পুলিশের মূলমন্ত্র, শান্তি-শৃঙ্খলা সর্বত্র’এ স্লোগানে আগামিকাল চাঁদপুরে ২৯ অক্টোবর পালন করা হবে কমিউনিটি পুলিশিং ডে।

দিনটি উপলক্ষে চাঁদপুরে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে: ওইদিন সকাল সাড়ে ৯টায় চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য র‌্যালি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হবে।

তারপর এ একাডেমি মিলনায়তনে সকাল ১০ টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন চাঁদপুরের পুলিশ সুপার ও কমিউনিটি পুলিশিং সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা মো. মিলন বিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক কামরুল হাসান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নাছির উদ্দিন আহমদে, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল ও চাঁদপুর পৌরসভার মেয়র মো.জিল্লুর রহমান জুয়েল।

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ অক্টোবর ২০২২
এজি