দেশের স্বাস্থ্য অধিদপ্তর চাঁদপুরের ৮ উপজেলায় ২৩০টি চলমান কমিউনিটি ক্লিনিকে ১ লাখ ১৫ হাজার কোভিড-১৯ প্রতিরোধে বরাদ্দ দিয়েছে। সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে , চাঁদপুরে ৭ ফেব্রুয়ারি থেকে কোভিড-১৯ প্রতিরোধে টিকা প্রদান কার্যক্রম শুরু হয়। চাঁদপুর জেলায় ৮ নবেম্বর পর্যন্ত ৮ লাখ ২৫ হাজার ৯শ ৫৭ জন নারী-পুরুষ রেজিস্ট্রেশন সম্পন্ন করে। এরমধ্যে প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে ১০ লাখ ১ শ ৪০ জন টিকা গ্রহণ করে। এর মধ্যে এরমধ্যে দ্বিতীয় ডোজ গ্রহণকারীর সংখ্যা ৩ লাখ ৭০ হাজার ৪ শ ৮১ জন।
এদিকে চাঁদপুর সদরের ৪টি চলমান কমিউনিটি ক্লিনিকে ২২ হাজার,মতলব উত্তরে ৩৭ টি কমিউনিটি ক্লিনিকে ১৮ হাজার ৫ শ, মতলব দক্ষিণে ১৯টি কমিউনিটি ক্লিনিকে ৮ হাজার ৫শ,ফরিদগঞ্জের ৩৭টি কমিউনিটি ক্লিনিকে ১৮ হাজার ৫শ,হাইমচরের ১১টি কমিউনিটি ক্লিনিকে ৫ হাজার ৫শ,শাহারাস্তির ২৫টি কমিউনিটি ক্লিনিকে ১২ হাজার ৫শ,হাজীগঞ্জের ২১টি কমিউনিটি ক্লিনিকে ১০ হাজার ৫শ এবং কচুয়ার ৩৫টি কমিউনিটি ক্লিনিকে ১৭ হাজার ৫শ স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর চাঁদপুর জেলায় প্রাথমিক বরাদ্দ দিয়েছে।
যা ৬ নভেম্বর থেকে জেলার প্রত্যন্ত অঞ্চলের এ ক্লিনিকগুলোথেকে প্রথম ডোজ প্রদান করা হচ্ছে। স্বাস্থ্য বিভাগের অধীন প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীগণ এ গুরু দায়িত্ব পালন করছে বলে সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানানো হয়েছে।
আবদুল গনি , ২৬ নভেম্বর ২০২১
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur