“শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ” এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ স্বাস্থ্য অধিদপ্তরের কমিউনিটি বেইসড হেলথ কেয়ার (সিবিএইচসি) এর নির্দেশ মোতাবেক সারা বাংলাদাশের সকল কমিউনিটি ক্লিনিকে নতুন সাইনবোর্ড ও স্টিকার পৌঁছে দেওয়া হচ্ছে।
ক্রিয়েটিভ মিডিয়ার সহযোগিতায় এ কার্যক্রম শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় চাঁদপুর জেলার কার্যক্রম বুধবার (৩ আগস্ট) শুরু করা হয়েছে।
দৈনিক আমাদের অর্থনিতি’র জেলা প্রতিনিধি সাংবাদিক মিজান লিটন এর মাধ্যমে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের কাছে এ সকল সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।
তাদের মাধ্যমেই ইউনিয়ন পর্যায়ের প্রতিটি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেয়া হবে।
জেলা সিভিল সার্জেন রতিন্দ্রনাথ মজুমদারের হাতে সাইনবোর্ড ও স্টিকার দিয়ে এর কার্যক্রম শুরু করা হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশ মোতাবেক এ কার্যক্রমের দায়িত্ব পেয়েছেন ক্রিয়েটিভ মিডিয়া।
: আপডেট, বাংলাদেশ সময় ০২:০০ পিএম, ৩ আগস্ট ২০১৬, বুধবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur