কমিউনিটি ক্নিনিকগুলো উন্নয়নে কাজ করতে হবে : ডিসি

এলজিএসপি-৩ এর আওতায় উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউপি সচিব গনের অংশগ্রহণে ইউনিয়ন পরিষদ উন্নয়ন সহায়তা ব্যবহার নির্দেশিকা-২০২১ এর ওপর প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

৭ আগস্ট রোববার সকালে জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর সার্কিট হাউজের মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।

তিনি বক্তব্যে বলেন, এলজিএসপি কার্যক্রম ২০০৬ সালে শুরু হয়েছে। আপনি আপনার ইউনিয়নের আয় বৃদ্ধি করতে হবে। প্রতিটি ইউনিয়নে আস্থার জায়গা তৈরি করতে হবে। সময়মত কর পরিশোধ করার জন্য জনগণকে উদ্ধুদ্ধ করতে হবে। স্থানীয় সরকার ২০০৯ আইনটি সকলে ভালভাবে জানতে পড়তে হবে। কেউ যদি আইনটি না জানেন, তাহলে তা প্রয়োগ করতে পারবেন না।

তিনি আরোও বলেন, কমিউনিটি ক্নিনিকগুলো উন্নয়নে কাজ করতে হবে। জনগনের স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করতে হবে। জন্ম নিবন্ধনের দিক দিয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে চাঁদপুরের অবস্থান শেষের দিকে। আমি ইউপি সচিবদের সাথে সভা করেছি। দ্রুত তা ১ থেকে ৩ এর মধ্য চাঁদপুরের অবস্থান নিয়ে আসতে হবে। তেলের মূল্য বৃদ্ধি, সয়াবিনের দাম বৃদ্ধি, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধিসহ নানা ধরনের অরজকতা সৃষ্টি রোধে কাজ করতে হবে। পন্যের দাম বাড়বে আবার কমবে। এই নিয়ে কেউ কোন ধরনের নাশকতা যেন না করতে পারে, সেই দিকে আপনাদের খেয়াল রাখতে হবে।
আপনারা স্বচ্ছতার সাথে কাজ করবেন। সুন্দর বাংলাদেশ বিনির্মানে সকলে যার যার অবস্থান থেকে কাজ করবেন।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ইমতিয়াজ হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিএসপি-৩ এর উপ-প্রকল্প পরিচালক প্রশাসন। অর্থ ও ক্রয় মোঃ জহিরুল ইসলাম।

ডিস্ট্রিক ফ্যাসিলেটর রিয়াজ উদ্দিন এর পরিচালনায় বক্তব্য রাখেন ইএলজি ডিএফ নূর উদ্দিন মাহমুদ।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক, ৭ আগস্ট ২০২২

Share