Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / কমলাপুর ইউনাইটেড মডেল স্কুলে বই উৎসব
কমলাপুর

কমলাপুর ইউনাইটেড মডেল স্কুলে বই উৎসব

সারা দেশের ন্যায় চাঁদপুর সদর উপজেলার লক্ষীপুর মডেল ইউনিয়েনের কমলাপুর ইউনাইটেড মডেল হাই স্কুলে বছরের প্রথম দিনেই বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত প্রবীণ শিক্ষক আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন।

এসময় প্রধান অতিথি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। এই সরকার আছে বলেই আজ সারা দেশের শিক্ষার্থীরা একযোগে বছরের শুরুতেই হাতে বই পাচ্ছে। এ জন্য বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং চাঁদপুর-৩ আসনের সাংসদ মাননীয় ও সুযোগ্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশে শিক্ষার হার দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে। এর মাধ্যমে একদিন সমগ্র জাতি সুশিক্ষায় শিক্ষিত হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবে।’

এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক এম ফরিদুল ইসলাম উকিল, ম্যানেজিং কমিটির সদস্য আলী হোসেন খান বাবুল, সিনিয়র ইংরেজি শিক্ষক মোঃ মহিসন আলম, আরিফুল ইসলাম, সহকারি শিক্ষক হাফেজ মোঃ বেলাল হোসাইন, শিক্ষার্থী অভিভাবক প্রবাসী মো. আরিফ হোসাইন, সহকারি শিক্ষক মো. আবু মুসা, মো. হুমায়ুন কবির, ফিরোজা আক্তার, রুনা অক্তার, তানিয়া আক্তার, মো. মাসুম পারভেজ, নাসরিন আক্তার প্রমূখ।

এ সময় নার্সরি থেকে আস্টম শ্রেণি পর্যন্ত সকল শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেওয়া হয়। অত্যন্ত উৎসব মূখর পরিবেশে বই উৎসব সম্পন্ন হওয়ায় সকল শিক্ষক ও অভিভাগণ সকলকে ধন্যবাদ জানান। এছাড়া বছরের প্রথম দিনেই নতুন বছরের বই পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দ উৎসব ছড়িয়ে পড়ে।

স্টাফ রিপোর্টার, ১ জানুয়ারি ২০২৩