Home / সারাদেশ / কমলাপুরে ভিড় আছে ভোগান্তি নেই, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন
কমলাপুরে

কমলাপুরে ভিড় আছে ভোগান্তি নেই, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ট্রেনের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার চিত্র এবার নেই। নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে ট্রেন। ফলে নির্বিঘ্নে বাড়ির পথে রওয়ানা হতে পারছেন যাত্রীরা।

শুক্রবার (২৮ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখা গেছে এমন চিত্র। নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, কমলাপুরে ভিড় থাকলেও নেই ভোগান্তি

সরেজমিনে ঘুরে দেখা যায়, স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মের লাইনে রাখা আছে ট্রেনের রেক। কোনো কোনো প্ল্যাটফর্মে অতিরিক্ত রেকও রাখা আছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা রেলওয়ে স্টেশন ছাড়ছে। ট্রেন ছাড়ার পর যেসব প্ল্যাটফর্ম খালি হচ্ছে, সেসব প্লাটফর্মে পরবর্তী ট্রেনগুলোর রেক এনে রাখা হচ্ছে বা কোনো ফিরতি ট্রেনের জন্য খালি রাখা হচ্ছে। এভাবেই সময়মতো সব ট্রেন ছেড়ে যাচ্ছে।

যাত্রীরা জানিয়েছেন, স্টেশনে ভোগান্তি ছাড়া এমন ঈদযাত্রা কমই পেয়েছেন। স্টেশনের ব্যবস্থাপনায় খুশি তারাও।

কমলাপুরে ভিড় আছে ভোগান্তি নেই, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

কিশোরগঞ্জ এক্সপ্রেসের যাত্রী তাহমিদ জীবন বলেন, আমাদের ট্রেন সাড়ে ১০টায় স্টেশন ছাড়বে। সকাল ৯টায় এখানে এসেছি। সাড়ে ৯টায় দেখি ট্রেন প্ল্যাটফর্মে চলে আসছে। আগে অনেক দেরি হতো। এক দুই ঘণ্টা বিলম্বে ছাড়তো। এখন আর সেই ভোগান্তি নেই। সময়মতো ট্রেন ছাড়ছে। স্টেশনের ব্যবস্থাপনাও ভালো।

একতা এক্সপ্রেসের যাত্রী মোবারক হোসেন বলেন, আগেও ট্রেন ভ্রমণ করেছি। ভোগান্তির শেষ ছিল না। এবার ব্যবস্থাপনা ভালো মনে হচ্ছে। টিকিটবিহীন যাত্রী নেই। আগে দেখা যেত একজনের সিটে আরেকজন বসে আছে। ভোগান্তি ছাড়া বাড়ি যেতে ভালো লাগছে।

নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন, কমলাপুরে ভিড় থাকলেও নেই ভোগান্তি

আরেক যাত্রী আদুরি খাতুন বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। এখন শ্বশুরবাড়িতে যাচ্ছি, ঈদের পরের দিন বাবার বাড়িতে যাব। ছেলে-মেয়েরাও খুব খুশি, অনেক দিন পর বাড়ি যাচ্ছে।

ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ব্যবস্থাপক শাহাদাত হোসেন জানিয়েছেন, ভোর থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত ১৩টি আন্তঃনগর ট্রেন স্টেশন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেন নির্ধারিত সময়ে ঢাকা স্টেশন ছেড়েছে।

চাঁদপুর টাইমস ডেস্ক/ ২৮ মার্চ ২০২৫