Home / শিল্প-সাহিত্য / কবি শাহমুব জুয়েলের লেখা একগুচ্ছ কবিতা
Poem Sahmub Jewel

কবি শাহমুব জুয়েলের লেখা একগুচ্ছ কবিতা

{ চোখের পর চোখ }
চোখের পর চোখ, স্নেহের চোখ,কামনার চোখ,আকুতির চোখ।
সব চোখ চোখ হয় না
চোখেরা যখন লাল হয়ে ওঠে,মেকি শিখায়, জন্ম দেয় অন্ধ প্রতারক,
সে চোখ কারো চোখ হয় না।
চোখ যৌবনরুপী নদী হয় রিপুদের সঙগী হয়
ভেসে যায়, সাঁতরে তাড়ায়, হাবুডুবু খায়
সপ্নের রং মেখে ছবি আঁকে, মনের গভীরে বুনন করে এক চিলতে প্রেম বীজ।
খেয়ালে, হেয়ালে অসাবধান ভুলে হঠাৎ জখমি হ্নদে রংধনু হোলি খেলে;
চোখের গগনে মেঘ ভেসে বেড়ায়
বৃষ্টি নামে, তুমুল বৃষ্টি। আকাশ চোখের মত
মনের রাস্তায় হাঁটু জল পা রাখি যেতে পারি না বহুদুর; মেঘের গুঞ্জন বিরহী সুর।
কথা বলে, মনের কথা, লজ্জার কথা, প্রেমের কথা মোহের কথা,পছন্দ-অপছন্দের কথা।
পর্দা করে নাজাত পাতের অঙ্ক কষে না;
ধনুকের মতো শিকারি হয়। চোখের রাজ্যে চোখেরা আজ যুদ্ধোন্মাদ।

{ ফিরে এসো }
সবুজ অরণ্যে যেখানে তুমি তোমাকে পেয়েছ
থিরথির ঘুঙুর হারানে শব্দ, গতি, বৃদ্ধি, বিকাশ
ফুল বনে ফল ভারানত ছিলে, বাগান তোমার ফিরে আসার অপেক্ষায়।
পথে পথে ফেরার ধ্বনি,
মা,যার আচল এখনো তোমায় ভোলেনি
মমতা স্নেহরসে সিক্ত বসনে
ঠায় মাথা ঠুকছে বারান্দার কার্নিশে
তাক করে অবিরত জল ফেলছে, বলছে-
আমি তোমার মা,
খাটিয়ায় কনুই রেখে বাকরুদ্ধ।
সে তোমার বাবা,
যে ছাগে তোমায় বাগে
স্থিরচিত্তে প্রশ্ন ছুড়ে দাও । ভাবো, কে আপন?
যে দিলে না যে বাগে নিলে।
মানিক আমার, যাদু আমার, সোনা আমার ফিরো এসো,
জীবনের ব্যাংক ভেবে তোমায় সাঝিয়েছি
জনতার সম্মুখে মাথা তুলবো আমি
মানববাগানে বুনন হবে সম্প্রীতি বীজ
উন্নত শব্দ লেখা হবে রাষ্ট্রকূট
প্রার্থনা ঘরে প্রচারণা হবে শান্তির বাণী।
সম্প্রীতির বাগানে শলাকা জ্বেলো না
সবুজ ফসলের মাঠ পুড়ে দিও না
নষ্ট করো না ভরা মাঠ
ফিরে এসো।

: আপডেট, বাংলাদেশ সময় ০৫:৩০ এএম, ১৪ আগস্ট ২০১৬, রোববার
ডিএইচ

Leave a Reply