চাঁদপুর সদর

ব্রাহ্মণসাখুয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ‘জমি দখল’

চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের ব্রাহ্মণসাখুয়ায় আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ভোগ দখলীয় জমি জোর করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২আগস্ট) সকালে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের বাম্ম্যন সাখুয়া গ্রামের খান বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য সাইফুল ইসলামের ছেলে সোহেল জানান জমি দখলের সময় তাদের পরিবারের কোন সদস্য বাড়িতে ছিলনা।

তারা আরো জানান, সাইফুল ইসলাম গংরা তাদের বাড়ির ভোগ দখলীয় দুটি দাগে ৫০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হয়ে প্রায় ৬৫ বছর ধরে বসবাস করে আসছেন। কিন্তু ওই সম্পত্তি তারা যাদের কাছ থেকে ক্রয় করেছেন তাদের জমির বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ রয়েছে। তারই সূত্র ধরে বিজ্ঞ যুগ্ম জেলা জজ প্রথম আদালত চাঁদপুরের দেওয়ানী সত্ব বন্টন মোকদ্দমা ১০০/২০১২ ইং চলতি অবস্থায় রয়েছে।

আদালতের এমন নিষেধাজ্ঞা জারি থাকলেও বৃহস্পতিবার সকালে সার্ভেয়ার মাধ্যমে জমির সীমানা নির্ধারনসহ পিলার বসিয়ে জোর পূর্বক তা দখলের চেষ্টা চালায় বলে তাদের অভিযোগ।

এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল চাঁদপুর টাইমসকে জানান, ‘উভয় পক্ষের লোকজন তাদের জমির সক্রান্ত বিরোধের বিষয়টি মিমাংসার জন্য আমার কাছে আসে। তাদের উভয় পক্ষের সম্মত্তিক্রমে বেশ ক,জন আইনজীবীর সহযোগিতা নিয়ে কাগজপত্র দেখে ওই জমির সীমানা নির্ধারণ করতে যাওয়া হয়েছে।’

এ সংক্রান্ত আগের প্রতিবেদন- চাঁদপুর বাহ্মণসাখুয়ায় ‘শর্টগান দেখিয়ে’ জমি দখল

প্রতিবেদক- কবির হোসেন মিজি

Share