সোমবার, ২৩ আগস্ট, ২০১৫ ০৯ : ২৫ অপরাহ্ন
মোঃ মাহবুব আলম:
‘কু-সংস্কারের কারণে শিশু সুমাইয়া প্রাণ দিতে হয়েছে। যারা কবিরাজি করতে প্ররোচনা যুগিয়েছে, তাদের চিহ্নিত করা হবে এবং আইনের আওতায় আনা হবে।’
দেশে বাল্য বিয়ের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। সমাজের সবার সহযোগিতা নিয়ে অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্চার হতে হবে। স্কুলছাত্রী মিনুর আত্মহননের জন্য যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।
(২৪ আগস্ট) সোমবার চাঁদপুর শাহরাস্তি উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে ভন্ড কবিরাজীর পরিণতি হিসেবে মা-বাবার হাতে খুন হওয়া শিশু সুমাইয়া প্রসঙ্গে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান উপরোক্ত কথাগুলো বলেন।
সোমবার সকাল ১০ টায় মেহের উত্তর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি অধ্যক্ষ এম.এ আউয়াল মজুমদারের সভাপতিত্বে ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমানের উপস্থাপনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য‘কবিরাজিতে প্ররোচনাকারীদের চিহ্নিত করা হবে’
চাঁদপুর টাইমস- প্রতিনিধি/ডিএইচ/2015।