মার্কিন প্রেসিডেন্টের শান্তি প্রস্তাব যদি দু রাষ্ট্রভিত্তিক সমাধানের পথ সুগম করে, তবে এটিকে সমর্থন দিতে রাশিয়া প্রস্তুত বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে তিনি প্রস্তাবটির অস্পষ্টতা নিয়ে প্রশ্নও তুলেছেন।
শুক্রবার ৩ অক্টোবর এক বক্তব্যে পুতিন বলেন, “গাজার পরিস্থিতি আধুনিক মানব ইতিহাসের ভয়াবহতম ঘটনা। এমনকি জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও স্বীকার করেছেন, গাজা আজ শিশুদের বৃহত্তম কবরস্থানে পরিণত হয়েছে।”
তিনি আরও বলেন, “আমরা ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করতে প্রস্তুত, তবে এর চূড়ান্ত লক্ষ্য অবশ্যই দু রাষ্ট্রভিত্তিক সমাধান হওয়া জরুরি। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো—ফিলিস্তিনিরা এ প্রস্তাব সম্পর্কে কী ভাবছে।”
৩ অক্টোবর ২০২৫
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur