চাঁদপুরের ৮ উপজেলায় সরকারি বেসরকারি মাধ্যমিক ,মাদ্রাসা,ভকেশনাল ও এবতেদায়ী ৫শ’ ১৭ শিক্ষা প্রতিষ্ঠানে ও ১হাজার ১৫৭টি সরকারি প্রাথমিক স্কুলে ও জেলার ৬ শ ১০ কিন্ডার গার্ডেনে ২০২৬ শিক্ষাবর্ষে মাধ্যমিক স্তরে ৫৭ লাখ ৯০ হাজার কপি বইয়ের বরাদ্দ হয়েছে।
ইতোমধ্যেই ওই সব বইয়ের চালান জেলায় এসে পৌঁছেছে বলে জেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে। তাবে সব বই আসতে ১৫ জানুয়ারি পর্যন্ত সময় গড়াতে পারে বলে সংশ্লিষ্ট টি জানিয়েছে। তথ্য মতে, জেলার ২শ’৮৪ টি নিম্ম মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার জন্যে ৬ষ্ঠ- নবম শ্রেণি পর্যন্ত নতুন কারিকুলামের জন্যে নতুন বই আসছে। এ সব বই স্ব স্ব উপজেলা বই সংরক্ষণাগারে যথা সময়ের মধ্যেই এসে পৌঁছবে।
প্রাপ্ত তথ্যে জানা গেছে – মাধ্যমিক, ভকেশনাল ও এবতেদায়ী স্তরের বই হলো- ৩৫ লাখ ৭২ হাজার ৭শ ৩২ কপি এবং জেলার সকল প্রাথমিকের বই হলো ১২ লাখ ১৭ হাজার ২শ ৪৭ কপি। মাধ্যমিক স্তর ৬ষ্ঠ হতে নবম শ্রেণি ইংরেজি ভার্সন এর জন্য ১৩ হাজার ৩শ’ এবং ভকেশনাল হলো-৬৭ হাজার কপি এবতেদায়ী হলো-৫১ হাজার ১শ ৪৬ কপি বইয়ের চাহিদা রয়েছে। এদিকে প্রাথমিকের এ সব বইযের প্রায় ৮০% সংশ্লিষ্ঠ উপজেলা সংরক্ষণাগারে এসে গেছে ।
আগামি ১ জানুয়ারি সরকারি ভাবে ঘোষিত বই দিবস উপলক্ষে ৬ষ্ঠ হতে নবম শ্রেণির সকল শিক্ষার্থীর হাতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক,স্কুল ম্যানেজিং কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে বই বিতরণ করা হবে। এর আগেই স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিজ নিজ মাধ্যমিক শিক্ষা অফিস থেকে পূর্বে প্রদানকৃত বরাদ্দের চাহিদাপত্র অনুযায়ী সব ক্লাশের পাঠ্যপুস্তুক স্ব উদ্যেগেই নিজ নিজ প্রতিষ্ঠানেই নিয়ে যাবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আ ব দু ল গ নি
২৭ ডি সে ম্বে র ২০২৫
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur