কন্যা সন্তানের মা হয়েছেন অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা। ১ নভেম্বর রাজধানীর একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তিনি কন্যা সন্তানের জন্ম দেন।
ঈশিতার পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার রাজধানীর অ্যাপোলো হাসপাতালে অভিনেত্রী রুমানা রশীদ ঈশিতা কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। শুক্রবার সকালে নবজাতককে নিয়ে বাসায় ফিরেছেন তিনি। নবজাতকের নাম রাখা হয়েছে আজরীন দৌলা। এটি ঈশিকার দ্বিতীয় সন্তান। এছাড়া ঈশিতার ছয় বছরের একটি পুত্র সন্তান রয়েছে।
প্রসঙ্গত, প্রায় ২৯ বছর আগে বাংলাদেশ টেলিভিশনের নতুন কুঁড়ি অনুষ্ঠানের মাধ্যমে মিডিয়াতে পা রাখেন ঈশিতা। দীর্ঘ ক্যারিয়ারে তিনি মডেলিং থেকে অভিনয়, গান সব জায়গাতে কৃতিত্বের সাক্ষর রাখেন। রুমানা রশিদ ঈশিতা কর্মরত আছেন চ্যানেল আইয়ে। `টপ মডেল`, `ক্ষুদে গানরাজ` আর `সেরা নাচিয়ে`- তিনটি রিয়ালিটি শোর প্ল্যানিংয়ের দায়িত্বে রয়েছেন তিনি।
নিউজ ডেস্ক ||আপডেট: ০৭:৩২ পিএম, ০৭ নভেম্বর ২০১৫, শনিবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur